শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর মাইমুনা (১৩) নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তার চাচার বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাইমুনা কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও স্থানীয় মফিজুল ইসলামের মেয়ে।
পরিবার জানায়, গত ২৩ আগস্ট বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় মাইমুনা। খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে পুকুরের কচুরিপানার নিচে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য বলেন, এটি দুর্ঘটনা না হত্যা—ময়নাতদন্তের পর জানা যাবে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।