Skip to Content

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সন্ধ্যায় বিএনপির বৈঠক

August 23, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের প্রথম দিনেই আজ (শনিবার) সন্ধ্যায় তিনি বৈঠকে বসছেন বিএনপি নেতাদের সঙ্গে।

বিকেল ৬টায় ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিএনপির একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে আজ দুপুর আড়াইটার দিকে পাকিস্তান সরকারের বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। এই সফরকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সফরকালীন তিনি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

Editorialnews24 August 23, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages