জুলাইয়ের অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যা মামলার বিচার আজ শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ। মামলার সূচনা বক্তব্যের পাশাপাশি আজ থেকে সাক্ষ্যগ্রহণও হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন।
আজ (২৭ আগস্ট) সকালে মামলার ছয়জন গ্রেফতার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যদিকে, বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে সরকার চারজন আইনজীবী নিয়োগ দিয়েছে।
মামলার প্রসিকিউশনে গত ২৮ জুলাই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে মামলার সুনির্দিষ্ট অভিযোগ বিস্তারিত তুলে ধরেন। ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয় এবং ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা পড়ে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এ মামলায় নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।