Skip to Content

চন্দ্রনাথ পাহাড়ে উসকানি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

August 27, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তীর্থস্থান চন্দ্রনাথধাম (কাঞ্চননাথ-চন্দ্রনাথ-আদিনাথ) ঘিরে সম্প্রতি উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্রাইন কমিটির নেতারা। বিষয়টি নিয়ে বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রেলভবনে আয়োজিত এক বৈঠকে তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

স্রাইন কমিটির নেতারা জানান, গত পাঁচ বছর ধরে চন্দ্রনাথ মন্দির ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে উসকানিমূলক তৎপরতা চলছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি। তারা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

এ প্রেক্ষিতে বৈঠক থেকেই তিন উপদেষ্টা মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

এছাড়া, চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের সিঁড়িগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান স্রাইন কমিটির সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য। বিষয়টি গুরুত্ব দিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান চট্টগ্রামের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, "ধর্মের নামে অন্য ধর্মের উপাসনালয়ে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অপরাধ, ধর্ম নয়। এ ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।"

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবাইকে সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে।"

রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, "চন্দ্রনাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের অংশ। এখানে কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। প্রমাণ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।"

স্রাইন কমিটির পক্ষ থেকে মন্দির সংক্রান্ত যেকোনো সমস্যা বা দাবির বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু কল্যাণ ট্রাস্ট বরাবর পাঠাতে অনুরোধ জানানো হয়, যাতে দ্রুত সমাধান নিশ্চিত করা যায়।

Editorialnews24 August 27, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages