Skip to Content

৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় রিয়াদসহ চারজন রিমান্ডে

August 27, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
আওয়ামী লীগের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন সংগঠনটির ঢাকা মহানগরের আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৬ জুন তেজগাঁওয়ে আবুল কালাম আজাদের অফিসে গিয়ে তাকে হুমকি দিয়ে ৫ কোটি টাকার চাঁদা দাবি করেন আসামিরা। একপর্যায়ে তারা জোরপূর্বক ১১টি চেকে স্বাক্ষর করিয়ে নেন এবং টাকা না দিলে সেনাবাহিনী ও পুলিশের মাধ্যমে হয়রানির হুমকি দেন।

১ আগস্ট আজাদের শ্যালক সাইফুল ইসলাম তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। এরপর ৯ আগস্ট আসামিদের গ্রেপ্তার দেখানো হয় এবং ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Editorialnews24 August 27, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages