সাংবাদিক ইলিয়াস হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় খালাস পেয়েছেন। বুধবার (২৭ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম রায় ঘোষণা করে জানান, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
পিবিআই’র সাবেক প্রধান বনজ কুমার মজুমদার ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ধানমণ্ডি থানায় মামলা করেন। অভিযোগ ছিল, মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন ইলিয়াস।
২০২৩ সালের ৯ এপ্রিল চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে ২৫ জুলাই আদালত বাবুল আক্তার ও তার বাবাকে অব্যাহতি দেন এবং ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। সাক্ষ্যগ্রহণ শেষে ইলিয়াসকে খালাস দেওয়া হয়।