সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
বুধবার তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধভাবে এসব কার্যক্রমে পরিবেশ, প্রাকৃতিক ভারসাম্য এবং পর্যটন হুমকির মুখে পড়ছে।
ডিসি জানান, এই আদেশে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সিলেটের পাথর কোয়ারির ইজারা ও উত্তোলনে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও অবৈধভাবে কার্যক্রম চলছিল।
এর আগে নবাগত জেলা প্রশাসক ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর স্বেচ্ছায় ফেরত দিতে তিন দিন সময় দেন। ওই সময়ের মধ্যে ২৬ লাখ ঘনফুট পাথর ফেরত দেওয়া হয়।