স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় শেষের পথে।
বুধবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকার একটি কৃষি আইন রেখে যেতে চায়, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার না হয়। রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণের সময় মালিককে তিনগুণ মূল্য দেওয়ার নিয়ম এলজিইডিতেও কার্যকর হবে।
পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটজাত পণ্যে ফিরে যেতে হবে। এতে কৃষি ও পরিবেশ দুটোই সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কৃষি কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।