ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। আগে থেকে ঘোষিত ৩ দফার সঙ্গে এবার নতুন করে ৫ দফা দাবি যুক্ত করেছেন তারা।
'প্রকৌশল অধিকার আন্দোলন' ব্যানারে শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন, তার মধ্যে রয়েছে—
আন্দোলনকারীদের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
সরকার ঘোষিত কমিটি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
হামলাকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের হামলায় ৫০-৬০ জন আহত হয়েছেন।