Skip to Content

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

August 27, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় অরণ্য (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার দুপুরে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে এবং পদ্মপুকুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল চালিয়ে কলেজে যাওয়ার পথে অরণ্যের সঙ্গে একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Editorialnews24 August 27, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages