কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সরকারের দুই উপদেষ্টার বৈঠক। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রেলভবনে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে গঠিত সাত সদস্যের সমাধান কমিটির পাঁচজন উপস্থিত না থাকায় আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানানো হয়।
ফাওজুল কবির জানান, পুরো কমিটি বৃহস্পতিবার আবার বসবে এবং শিক্ষার্থী, শিক্ষক ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা হবে।
শিক্ষার্থীরা জানান, বৈঠকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রকৌশল শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো:
পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
কমিটিতে শিক্ষক ও স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে পুনর্গঠন করতে হবে।
তিন দফা দাবি মেনে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন দিতে হবে।
আহতদের চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে।
হামলাকারীদের শাস্তি ও ডিসি মাসুদকে বরখাস্ত করতে হবে।