আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার গেটে কেজিপ্রতি সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ৫০ হাজার টন আলু সরকারি উদ্যোগে কেনা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম হওয়ায় আলুচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকের স্বার্থ রক্ষায় গঠিত চার সদস্যের কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি উদ্যোগে কেনা আলু হিমাগারে সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বরে বাজারে ছাড়া হবে। পাশাপাশি আগামী মৌসুমে আলুচাষিদের প্রণোদনাও দেওয়া হবে।