Skip to Content

সড়ক পরিহার করে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের

August 23, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
রাজধানীর ব্যস্ত সড়কগুলো এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২৩ আগস্ট শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। ডিএমপি কমিশনার বলেন, সড়কে সভা-সমাবেশের কারণে গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী ও পরীক্ষার্থীদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়। জনদুর্ভোগ রোধে তিনি সভা-সমাবেশের জন্য বিকল্প ৯১টি স্থানের প্রস্তাব দেন, যার মধ্যে মতিঝিল, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, গুলশান, মিরপুর, উত্তরা ও রমনা বিভাগে বিভিন্ন স্থান অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে এবং নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন করা হবে। সভায় রাজনৈতিক নেতারা যানজট, মাদক, কিশোর গ্যাংসহ নগরীর নানা সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. সরওয়ার জানান, যানজট নিরসনে শুধু পুলিশ নয়, মোট ২৫টি সংস্থা কাজ করছে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এই সমস্যা সমাধান সম্ভব। অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, সামনে জাতীয় নির্বাচন, যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও থাকবেন। তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Editorialnews24 August 23, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages