ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম।
বুধবার (২৭ আগস্ট) রেজিস্ট্রার ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই প্রশাসন রাতের বেলা ‘গায়েবি নোটিশ’ জারি করছে।
তিনি আরও বলেন, আমরা জয়ী হলে রেজিস্ট্রার ভবনের লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে প্রক্রিয়াকে অনলাইনভিত্তিক করব এবং শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম কাজের সুযোগ তৈরি করব।
একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েও তাদের পোস্টার খুলে ফেলা হচ্ছে। তিনি বলেন, “এখন প্রশাসনের কাছে রাতের বেলায় ‘গায়েবি ওহি’ নাজিল হয়, এমনটা ভোট গণনার সময়ও হতে পারে।”