Skip to Content

গুম প্রতিরোধ অধ্যাদেশের খসড়া অনুমোদন

August 28, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ এবং বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিতের প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া, প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপনের প্রস্তাবও অনুমোদন পায়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

Editorialnews24 August 28, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages