এআই প্রযুক্তি ব্যবহার করে রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলমকে জড়িয়ে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসির একটি এআই-নির্মিত ছবি ছড়ানো হয়েছে, যেখানে তাকে এক ছাত্রের মুখ চেপে ধরতে দেখা যাচ্ছে।
ডিএমপি বলছে, ছবিটি সম্পূর্ণ কৃত্রিম এবং উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য। তারা এর তীব্র নিন্দা জানিয়ে সকলকে এমন মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।