থাকতো আমার যদি এই মত ঘর- শিশুদের হৈচৈ দিবানিশি ভর! হুড়োহুড়ি ছোটাছুটি মেঝের উপর, হাসি রাশি মুঠো মুঠো ঝরে ঝরঝর! চারিদিকে তরুবন ভ'রে কলেবর, ধার দিয়ে বয় নদী, মাঝে জেগে চর! ডালে ভরা ফুলদল, ঝুলে ফলভর, হাওয়া লেগে তরুশাখা কাঁপে থরথর! শাখে শাখে পাখি ডাকে, জেগে তার স্বর বাগানের পরিবেশ স্বতঃই মুখর! বৈশাখ না গরম, শীত না প্রখর, মনোরম ষড়ঋতু, মাঝে মাঝে ঝড়! মেঘে ঢাকা আকাশেতে জোরে কড়কড় ধ্বনি দিয়ে পড়ে বাজ যে অতঃপর! হঠাৎ বৃষ্টি নেমে ভাসালে এ গড়, সুখে করে জলকেলি যত জলচর! থাকতো আমার যদি এই মত ঘর- শিশুদের হৈচৈ দিবানিশি ভর! হুড়োহুড়ি ছোটাছুটি মেঝের উপর, হাসি রাশি মুঠো মুঠো ঝরে ঝরঝর!