বিভিন্ন ক্যাডারের ২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ২৬২ জন দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এবং ৮ জন বিদেশে দূতাবাসে প্রথম সচিব হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাদের কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়েছে, তারা বর্তমান কর্মস্থলের নাম উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।
এছাড়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে বিরূপ তথ্য পাওয়া গেলে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও জানানো হয়েছে।
নতুন পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলে (sa1@mopa.gov.bd
) যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।