বিএনপির স্থগিত উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং তার সঙ্গে জামায়াতে ইসলামীর গভীর সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, "প্র্যাকটিক্যালি জামায়াতই এখন দেশ চালাচ্ছে।"
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা প্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ড. ইউনূস কোনো নিরপেক্ষ ব্যক্তি নন। তার সন্তানসুলভ একটি দল রয়েছে, যারা তাকে নিয়োগ দিয়েছে। তাই তিনি তাদের পক্ষেই কাজ করছেন। এনসিপি তার নিজস্ব রাজনৈতিক দল, এবং জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে।"
তিনি আরও বলেন, "জামায়াত দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত ও প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে শেয়ারবাজার পর্যন্ত তারা দখলে রেখেছে। এমনকি এসপি-ডিসি এবং সচিব পর্যায়ের নিয়োগেও তাদের প্রভাব রয়েছে।"
বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গ্রেফতার প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, “তার মতো একজন প্রবীণ ও গর্বিত মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। যারা এটি করেছে, তারা এই দেশের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।”
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "এই দেশ এখন বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যৎ আরও ভয়াবহ হবে।"
বিএনপি থেকে তার পদ সাময়িক স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি জানান, "আমি এখনো বিএনপির একজন। তিন মাস পর দল চাইলে আমাকে ফিরিয়ে নিতে পারে, আমিও চাইলে থাকতে পারি।"