গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
জুলকারনাইন লিখেছেন, ২০১৮ সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নুর একটি পরিচিত নাম। তিনি উল্লেখ করেন, নুর অন্তত ১৪ বার সরাসরি হামলার শিকার হয়েছেন। শুধু শারীরিকভাবে নয়, তাকে বিভিন্ন সময় ইসরায়েলি, ভারতীয় ও দেশীয় গোয়েন্দা সংস্থার ‘চর’ বলেও অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছে।
তিনি আরও লেখেন, “নুর এত হামলার পরও দমে যাননি। বরং প্রতিবার আরও সাহস নিয়ে ফিরে এসেছেন। ইনশাআল্লাহ এবারও তিনি ফিরবেন। যারা এই নোংরা হামলা চালিয়েছে, তাদের প্রতি রইল ঘৃণা।”
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর। ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে এবং নাক ফেটে গেছে। দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
রাতেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।