নিকুঞ্জ বিহারী গোস্বামী মানুষের জন্য যে কাজ করেছেন তা অতুলনীয়
----- প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রয়াত নিকুঞ্জ বিহারী গোস্বামী মানুষের জন্য যে কাজ করেছেন তা অতুলনীয়। তাঁর দেখানো পথে যেন আমরা চলতে পারি। বর্তমান শিক্ষার্থীরা যেন তাঁর অমিয় চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।
প্রাক্তন মেয়র গত ২৯ আগস্ট শুক্রবার সকালে সিলেট নগরীর চালিবন্দরস্থ উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নির্ভীক সৈনিক, দেশ ও সমাজের সেবায় উৎসর্গীকৃত ব্যক্তিত্ব, প্রখ্যাত সাংবাদিক প্রয়াত নিকুঞ্জ বিহারী গোস্বামীর ৩২তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি অব. ইঞ্জিনিয়ার মনোজ বিকাশ দেবরায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী জগদ্বন্ধু ধাম জামতলা সিলেটের শ্রীমৎ বিজ্ঞানবন্ধু ব্রহ্মচারী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্রাবাস পরিচালনা কমিটির সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। গীতা পাঠ করে ছাত্রাবাসের শিক্ষার্থী জয় পাল। উদ্বোধনী সংগীত পরিবেশন করে অপরাজিতা পাল, সেজুতি তরফদার, পারমিতা শর্মা অন্তরা, তিলোত্তমা শর্মা অনন্যা, মনিষা দেবরায়, রিমা গুপ্ত, একক সংগীত পরিবেশন করে সেজুতি তরফদার। তবলায় সংগত দেন প্রত্যয় চক্রবর্ত্তী।
অন্যানের মধ্যে গুণীজন নিকুঞ্জ বিহারী গোস্বামীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী নীরেশ চন্দ্র দাস, আলহাজ¦ মৌলানা আব্দুর রকিব, প্রফেসর নন্দলাল শর্মা, সমাজসেবী শিবব্রত ভৌমিক চন্দন, প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, লেখক নিরঞ্জন দে যাদু, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, এডভোকেট তোবারক হোসেইন এডভোকেট ভূষণজিৎ চৌধুরী, রীমা গুপ্ত প্রমুখ।
স্মরণ সভায় ‘নীহার সেন স্মৃতি বৃত্তি’ এবং ‘শেফালী-নির্মলা স্মৃতি বৃত্তি’ প্রদান করেন অতিথিবৃন্দ।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় সমবেত গীতাপাঠ, বেলা ১১টায় প্রয়াত নিকুঞ্জ বিহারী গোস্বামীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিবৃন্দ।
শেষে দুপুর ১টায় উপস্থিত সকলে প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠানে সিলেটের বিপুল সংখ্যক সুধীজন ও ছাত্রাবাসের প্রাক্তনীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক
শহীদ আহমদ খান