Skip to Content

প্রবাসী দম্পতির দানে সিলেট রেড ক্রিসেন্টে পেশেন্ট ট্রান্সফার ট্রলী

August 30, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে রোগী সেবার মানোন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আবুসাঈদ আনসারী ও লুৎফা আনসারী একটি আধুনিক পেশেন্ট ট্রান্সফার ট্রলি অনুদান প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) হাসপাতালের হলরুমে এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মোঃ নাজমুল হোসেইন (এফ.সি.এম.এ) এবং সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের ইউএলও মোঃ মিজানুর রহমান। এছাড়াও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের এ ধরনের সহযোগিতা সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সেবাকে আরও সহজতর করবে। আধুনিক পেশেন্ট ট্রান্সফার ট্রলির মাধ্যমে রোগী স্থানান্তর এখন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট শুধু জরুরী সময়েই নয়, বরং প্রতিনিয়ত জনগণের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছে। প্রবাসী দম্পতির এই অনুদান নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ, যা অন্যদেরও সমাজসেবায় অনুপ্রাণিত করবে।

হাসপাতালের পরিচালক মোঃ নাজমুল হোসেইন-এফ.সি.এম.এ বলেন, এ ধরনের অনুদান আমাদের কার্যক্রমে নতুন গতি যোগ করে। আমরা আশা করি, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালকে আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে আরও অনেক দাতা এগিয়ে আসবেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী দম্পতি মোহাম্মদ আবুসাঈদ আনসারী ও লুৎফা আনসারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং তাঁদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

Editorialnews24 August 30, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages