কিশোরগঞ্জের পাগলা মসজিদে আবারও দানের ঢল পড়ল, এবং এবার মসজিদের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। শনিবার সকাল ৭টায় মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়, এবং এতে দেখা যায় টাকার বিশাল স্তুপ। পুরো টাকা গণনার কাজ চলে মসজিদের দোতলায়, যেখানে ১৩ ঘণ্টা ধরে গণনা চলেছে।
গণনায় অংশ নেন প্রায় ৪৫০ জন কর্মী, যার মধ্যে মসজিদের কর্মচারী, মাদরাসার ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা ছিলেন। পুরো গণনা প্রক্রিয়াটি তদারকি করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, এবং নিরাপত্তার জন্য সেনা, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এবারের দানে শুধু নগদ টাকা নয়, দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার, রূপা, বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য উপহার। এই বছরই প্রথমবারের মতো অনলাইনে দান গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে ৫ লাখ টাকা এসেছে।
এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলার সময় পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, যা এবারের রেকর্ড ছাড়িয়ে গেছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানিয়েছেন, এই দানের টাকায় একটি আন্তর্জাতিক মানের ইসলামি কমপ্লেক্স নির্মাণ করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী নিশ্চিত করেছেন যে, গণনা প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ এবং সুরক্ষিত।