Skip to Content

গ্রেপ্তার হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

August 24, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাতে রাজধানীর বাংলাবাজার এলাকায় তার মামার বাসায় অভিযান চালিয়ে সিআইডির একটি বিশেষ দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে সিআইডির টিম ঢাকায় অভিযান চালিয়ে আফ্রিদিকে তার মামার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।

এর আগে ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবি জানায় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়ই নয়, বরং ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাতেও অর্থ সহায়তা দিয়েছেন।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, "আফ্রিদি এখনো বাংলাদেশেই অবস্থান করছেন। তাকে গ্রেপ্তারে আর মাত্র ২৬ ঘণ্টা সময় বাকি। নাটক না করে সরাসরি গ্রেফতার করুন।" পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের আগে, একই মামলায় তার বাবা ও মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকেও গ্রেপ্তার করা হয়। গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

Editorialnews24 August 24, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages