বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীসহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠান থেকে আটক সবার সসম্মানে মুক্তি চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর উত্তম কাদের সিদ্দিকী। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের নিজ বাসভবন 'সোনার বাংলা'তে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
কাদের সিদ্দিকী বলেন, সকালে ৭১ মঞ্চের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হলে 'মব' সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা চাই, তাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। যদি তার বিরুদ্ধে মামলা থাকে, আমরা আইনি পথে লড়ব।"
তিনি আরও বলেন, "চব্বিশের আন্দোলনকে আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি, কিন্তু বর্তমানে আন্দোলনকারীদের আচরণে দেশবাসী অতিষ্ঠ। এক বছরে তাদের বিজয় ধ্বংসের দিকে চলে গেছে।"
কাদের সিদ্দিকী আরও বলেন, "যেভাবে বঙ্গবন্ধু ছাড়া দেশ স্বাধীন হতো না, তেমনি লতিফ সিদ্দিকী না হলে টাঙ্গাইলও হতো না।" তিনি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা তুলে ধরেন।