Skip to Content

সিলেটে তিন ভাইকে কুপিয়ে জখম, নিহত ১

August 30, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
সিলেটে বিষপ্রয়োগে হাঁস মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে তিন ভাই আহত হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে এক ভাই মারা গেছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

নিহত সাইদুর রহমান কানাইঘাট উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের লামা শাহপুর গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। হামলায় আহত সাইদুরের দুই ভাই এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার প্রতিবেশি ইমরান আহমদের ফসলি জমিতে সাইদুর রহমানের পরিবারের কয়েকটি হাঁস ঢুকে। এসময় বিষটোপ খেয়ে সাতটি হাঁস মারা যায়। এ ঘটনায় সাইদুর রহমান ও তার ভাইয়েরা গ্রামে বিচারপ্রার্থী হন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা নিয়ে সাইদুর রহমান, তার ভাই ফরিদ আহমদ ও আবদুর রহমানের সাথে ইমরান আহমদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান আহমদ, তার বাবা রকিব আলী ও মা লেছু বেগম ক্ষিপ্ত হয়ে সাইদুর রহমান ও তার দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সাইদুর রহমান মারা যান।
এ ঘটনায় কানাইঘাট থানাপুলিশ অভিযান চালিয়ে ইমরান আহমদ ও তার বাবা রকিব আলীকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করেছে।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, আপন চাচা ও চাচাতো ভাইয়ের হাতে সাইদুর রহমান খুন হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Editorialnews24 August 30, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages