ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি আগামী মঙ্গলবার, ৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
রোববার (৩১ আগস্ট) সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হয়। ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট করেন ডাকসুর ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। আবেদনে উল্লেখ করা হয়, এস এম ফরহাদ অতীতে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। সেক্ষেত্রে, তিনি কীভাবে এখন ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী হলেন—এই প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।
উল্লেখ্য, ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল অংশ নিচ্ছে।
এদিকে এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।