Skip to Content

চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

August 31, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাতের জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় আগামীকাল (সোমবার) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময়ের মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং কিংবা গণজমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, টেনশন কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখাই মূল লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

Editorialnews24 August 31, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages