চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চলমান উত্তেজনা রোববার (৩১ আগস্ট) দুপুরে ভয়াবহ রূপ নেয়। দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদ থেকে স্থানীয় সন্ত্রাসীরা দুই শিক্ষার্থীকে রামদা দিয়ে কুপিয়ে নিচে ফেলে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পাশাপাশি, আরও এক শিক্ষার্থীকে কাছাকাছি একটি ধানক্ষেতে কোপানোর ঘটনাও ঘটেছে।
বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল, এবং আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে হাটহাজারী উপজেলা প্রশাসন চবি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। তবে বিকেল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কোনো কার্যকর উপস্থিতি দেখা যায়নি।
ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার দৃশ্য দেখা যাচ্ছে।
আহতদের মধ্যে একজন হলেন রাজিউর রহমান রাজু, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি, তবে তাঁরা সবাই চবি শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে।
চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন,
“আমাদের শিক্ষার্থীদের দফায় দফায় মারধর করে মেরে ফেলছে সন্ত্রাসীরা। আমরা রাষ্ট্রের সহায়তা চাইছি অনবরত। কিন্তু তাঁরা আমাদের কথা কানে তুলছে না। এসব হামলা সাধারণ মানুষের কাজ নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব হামলা চালানো হচ্ছে।”