Skip to Content

নুরের শারীরিক অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

August 31, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আগের চেয়ে ভালো আছে। তাকে এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।

রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভাঙা, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ—এমন চারটি সমস্যা রয়েছে।

নুর কিছুটা ট্রমায় আছেন জানিয়ে পরিচালক আরও বলেন, গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নওয়া হবে। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা হাড় জোড়া লেগে যাবে, মস্তিষ্কে রক্তক্ষরণও নিয়ন্ত্রণে আসছে। তাই এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়া সম্ভব।

এদিকে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, নুরের শরীরে লবণের পরিমাণ কম ছিল, সেটা ঠিক হয়েছে। তিনি মুখে খেতে পারছেন। ক্যাথেডার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সবকিছুই স্বাভাবিক আছে। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

Editorialnews24 August 31, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages