বিএনপি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে পূর্বনির্ধারিত বৈঠকের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৈঠকটি রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।
এর আগে বৈঠকটি রোববার বিকেল ৩টায় হওয়ার কথা ছিল। তবে সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি দুপুরে সাংবাদিকদের জানান, কিছু আনুষ্ঠানিক কারণেই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, এই বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি ৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, মানবাধিকার এবং অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।