চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে শুরু হওয়া উত্তেজনা রোববার রাত ও সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে অন্তত ১৮০ জন আহত হন, যাদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে, যা সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।