নির্বাচন ছাড়া অন্য কোনো পথ জাতির জন্য গভীর বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তার এই বক্তব্য সাংবাদিকদের জানান প্রেসসচিব শফিকুল আলম।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৈঠকে সব রাজনৈতিক দলকে এ প্রতিশ্রুতির কথা পুনরায় জানানো হয়। এছাড়া দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলের সহায়তা চান তিনি।
জাতীয় পার্টি বিষয়ে প্রশ্নের জবাবে জানানো হয়, দলগুলোর মতামত শুনেছেন প্রধান উপদেষ্টা।