কুমিল্লার রামপুর এলাকার বাড়ি থেকে মা লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তারের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা তদন্তের জন্য নিহত লুৎফার ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে।
স্থানীয়দের জানানো মতে, পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিলো। শনিবারও ঝগড়া হয়েছিলো। রবিবার দুপুরে তাদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেছেন, মরদেহে আঘাতের চিহ্ন নেই, মৃত্যুর কারণ তদন্তাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।