গণঅভ্যুত্থানের মতো বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এবং সেটি অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "গণঅভ্যুত্থান কিংবা বিপ্লবের পর সমাজে নানা ধরনের অস্থিরতা দেখা দেয়। এসব অস্থিরতার কারণে কখনো কখনো আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এটি দুঃখজনক হলেও, আমি একে অস্বাভাবিক মনে করি না।"
তিনি আরও বলেন, “গত এক বছরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উত্থান-পতন দেখা গেছে। কখনো অবনতি হয়েছে, আবার কখনো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অতীতেও আমরা এমন সময় পার করেছি এবং পরিস্থিতি সামলে উঠেছি। ভবিষ্যতেও আমরা তা পারব ইনশাআল্লাহ।”