ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের বহুপ্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম আপাতত বন্ধ থাকছে।
বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই স্থগিতাদেশ জারি করে। রিট আবেদনকারী ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা মজিদ।
আবেদনে বলা হয়, ডাকসু নির্বাচনের ঘোষিত খসড়া ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। তিনি হলে অবস্থান করছেন এবং নিয়মিত ছাত্রী, তবুও ভোটার তালিকায় নাম না থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই অনিয়মের বিরুদ্ধে রিট দায়ের করেন তিনি।
আদালতের আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোটার তালিকা সংশোধনের পূর্বে নির্বাচন আয়োজন করতে পারবে না। এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও নির্বাচন কমিশনকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ থাকলেও, এই আদেশের ফলে নির্বাচনী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।