বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল এলাকায় রুস্তম নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।
জিয়াউল আলম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম, আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন আবেদনটি মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ূম হোসেন নয়ন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, চলতি বছরের ৫ মার্চ চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে জিয়াউল আলমকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকার বাটা শো-রুমের সামনে বিক্ষোভে অংশ নেন মো. রুস্তম। বিকেলে বিক্ষোভ চলাকালে অভিযুক্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রায় ১০ মাস পর, চলতি বছরের ৩০ মে কাফরুল থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।