Skip to Content

বাংলাদেশি ৩ ট্রলারসহ ১৫ জেলে আটক করল আরাকান আর্মি

September 1, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও তিনটি ট্রলারসহ ১৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা।

গতকাল রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সেন্টমার্টিনের সীতা এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের আটক করার ঘটনা ঘটেছে, যা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন জেটিঘাট ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানান, গলাচিপার মো. আফসার, আবু তাহের ও মোহাম্মদ আলমগীরের মালিকানাধীন ট্রলারগুলোকে আরাকান আর্মি স্পিডবোট দিয়ে ধাওয়া করে ধরে নিয়ে যায়। আফসারের ভাই নুরুল ইসলামের মালিকানাধীন ট্রলারটি পালিয়ে এসে ঘটনাটি জানায়। এখনো তাদের কোনো খোঁজ মেলেনি।

এর আগে ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে ১০ ট্রলারসহ ৬৩ জন জেলে আটক হওয়ার তথ্য পাওয়া গেছে। ফলে ২৬ দিনে মোট ১৩ ট্রলার ও ৭৮ জন জেলে আটক হয়েছেন, যাদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গা থেকে আরাকান আর্মি মোট ২৮২ বাংলাদেশি জেলেকে আটক করেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফিরিয়ে আনা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের আটক হওয়ার এলাকা আগের তুলনায় নতুন, যেখানে এর আগে এমন ঘটনা ঘটেনি।

Editorialnews24 September 1, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages