গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, নুরের অবস্থা কিছুটা ভালো হলেও এখনও আশঙ্কামুক্ত নন। মাথা ও মুখে গুরুতর আঘাত পাওয়ায় তার ব্রেনে দীর্ঘমেয়াদি জটিলতা, যেমন স্মৃতিভ্রংশ, ভারসাম্যহীনতা বা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া মাথার হাড়ে ফ্রাকচারের কারণে ইনফেকশনের ঝুঁকিও রয়েছে। তাই উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন।
নুরের দীর্ঘদিনের চিকিৎসক, বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল মনে করছেন, তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া জরুরি।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিলে হামলার সময় নুর আহত হন। পরে ঢাকা মেডিকেলে ভর্তি হলে তার মাথায় আঘাত ও নাকের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।