ঢাকার কেরানীগঞ্জে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. রুবেলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে রুবেলকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জরিমানার অর্থ আদায়ে তার সম্পদ বিক্রি করে ভিকটিমকে দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৮ সালের ১৮ অক্টোবর গভীর রাতে মেয়েকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরের বছর মামলার পর চার্জশিট দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। প্রসিকিউটর জানান, এই রায় সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে।