Skip to Content

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে জবি শিক্ষার্থীদের আবেদন সুযোগ

September 1, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পের তৃতীয় ধাপে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্ররা আবেদন করতে পারবেন।

সোমবার (১ সেপ্টেম্বর) জবি ছাত্র হল-০১ এর প্রভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহীদের ৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফর্ম ও সরাসরি আবেদনপত্রে আবেদন করতে হবে।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও জবির মধ্যে ৭০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা সংক্রান্ত সমঝোতা হয়।

মেধাবী প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সহায়তা দেওয়া হয়। এটি একটি শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে।

Editorialnews24 September 1, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages