Skip to Content

কক্সবাজারে প্রধান উপদেষ্টা

August 25, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল ১০টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান সরকারি কর্মকর্তারা ও আয়োজক সংস্থার প্রতিনিধি দল।

তিনি অংশ নিয়েছেন ‘Stakeholders’ Dialogue on Rohingya Crisis’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে, যা শুরু হয়েছে ২৪ আগস্ট এবং চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত অবস্থান তৈরি করা এবং আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় উচ্চ-পর্যায়ের বৈঠকের জন্য সুপারিশ ও পরিকল্পনা চূড়ান্ত করা।

সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “বাংলাদেশ ইতোমধ্যে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন অতিরিক্ত সম্পদ সংগ্রহ করা আমাদের পক্ষে আর সম্ভব নয়।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান যেন তারা এ সংকট সমাধানে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক সহায়তা প্রদান করে।

এই সম্মেলনে অংশ নিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, রোহিঙ্গা নেতৃবৃন্দ ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা। আলোচনা পর্বে তারা প্রত্যাবাসন, মানবাধিকার, নিরাপত্তা এবং টেকসই সমাধান নিয়ে মতবিনিময় করেন। সম্মেলনের অংশ হিসেবে একটি ইন্টার‍্যাকটিভ সেশনও হয়, যেখানে রোহিঙ্গা প্রতিনিধিদের মতামত গুরুত্ব সহকারে শোনা হয়।

প্রধান উপদেষ্টা জানান, সরকার রোহিঙ্গা ইস্যুটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ বছরের মধ্যে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরমধ্যে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সর্ববৃহৎ বৈঠক এবং পরে কাতারের দোহাতে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনগুলোর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও অঙ্গীকারবদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Editorialnews24 August 25, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages