আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও কিছু এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমতে পারে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনে বৃদ্ধি পেতে পারে।