২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় 'রাতের ভোট' পরিকল্পনার মূল ব্যক্তি ছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী—এমন বিস্ফোরক দাবি করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন, নির্বাচনের রাতে ভোটগ্রহণে জড়িত পুলিশ সদস্যদের পরবর্তীতে পুরস্কৃতও করা হয়।
সাবেক পুলিশপ্রধান মামুন, যিনি এখন একটি হত্যা মামলায় আসামি থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষী (রাজসাক্ষী) হয়েছেন, জানান যে ২০১৮ সালের নির্বাচনে কারা কীভাবে ভূমিকা রেখেছিল, তা তিনি নিজ চোখে দেখেছেন এবং জানেন।
আদালত সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১১টার দিকে মামুনের জবানবন্দি গ্রহণ শুরু হয়। এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।