Skip to Content

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশ

September 2, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনামূলক চিঠি মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

চিঠিতে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তালিকা প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে তা কমিশন সচিবালয়ে জমা দিতে হবে।

এ উদ্দেশ্যে জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করেন। এরপর সেই তালিকা থেকে উপযুক্ত ব্যক্তিদের বাছাই করে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে।

নারী ভোটারদের কেন্দ্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের পর্যাপ্ত সংযোজনের নির্দেশনাও দেওয়া হয়েছে। চিঠিতে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে জেলা নির্বাচন কর্মকর্তাদের বলা হয়েছে।

এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনের দিন দক্ষ ও নিরপেক্ষ ভোটগ্রহণ কর্মকর্তাদের মাধ্যমে ভোটগ্রহণ নিশ্চিত করতে চায়।

Editorialnews24 September 2, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages