লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তা নদীতে গোসলে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মুহিদ কালীগঞ্জ সদরের এনামুল হক এনাম মাস্টারের ছেলে। তিনি সম্প্রতি চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দেশে ফিরেছেন।
স্থানীয়রা জানান, চার বন্ধু মিলে নদীতে গোসল করতে নামেন মুহিদ। কিছুক্ষণ পর তিনজন উঠে এলেও মুহিদ স্রোতে তলিয়ে যান।
স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দলসহ যৌথভাবে উদ্ধার অভিযান চললেও বিকেল ৩টা পর্যন্ত মুহিদের সন্ধান মেলেনি।