রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ একাধিকজনের বিরুদ্ধে চলমান তিন মামলায় তৃতীয় দিনে আরও ছয়জন সাক্ষ্য দিয়েছেন।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষীরা জবানবন্দি দেন। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে জেরা হয়নি।
সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন সোনালী ব্যাংক ও কর সার্কেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন জানান, আদালতের সমনে আরও সাক্ষ্য উপস্থাপন করা হবে আগামী ১৭ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত ৩১ জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিবসহ শেখ হাসিনার পরিবারের একাধিক সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসামি করা হয়েছে।