Skip to Content

হাসিনার নির্দেশে অপহরণ-হত্যা: সাবেক আইজিপির চাঞ্চল্যকর জবানবন্দি

September 2, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই র‌্যাব কর্মকর্তারা অপহরণ ও হত্যা করতেন বলে দাবি করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ রাজসাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন, র‌্যাব কর্মকর্তারা শেখ হাসিনার দপ্তরের নির্দেশে মানুষ তুলে নিতেন। আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকি অপহরণ ও হত্যায় সক্রিয় ছিলেন।

তিনি আরও জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী।

জবানবন্দিতে মামুন বলেন, শেখ হাসিনার নির্দেশেই লেথাল উইপেন ব্যবহৃত হতো। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিবির হারুন এসব অস্ত্র ব্যবহারে অতিউৎসাহী ছিলেন।

তিনি আরও বলেন, র‌্যাব-১–এ “টিআইএফ” নামে গোপন বন্দিশালা ছিল, যেখানে রাজনৈতিক বিরোধীদের আটকে নির্যাতন করা হতো। এমন গোপন কারাগার অন্যান্য র‌্যাব ইউনিটেও ছিল।

Editorialnews24 September 2, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages