নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, তাদের ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব হিসাব ৩০ দিনের জন্য স্থগিত থাকবে, বেতনভুক্ত হিসাব ছাড়া কোনো লেনদেন করা যাবে না।
তালিকায় তানভীর মিশুকের বাবা-মা ছাড়াও রয়েছেন সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, সাফায়েত আলম, তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলকসহ আরও কয়েকজন।
সব হিসাবের তথ্য ও কাগজপত্র বিএফআইইউতে জমা দিতে বলা হয়েছে।