জুলাই মাসের গণআন্দোলনে খিলগাঁও থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ১৯ জুলাই খিলগাঁওয়ের মেরাদিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলায় একজন গুলিবিদ্ধ হন। এরপর চলতি বছরের জানুয়ারিতে মামলা দায়ের করা হয়।